আশাশুনিতে সড়ক দূর্ঘটনায় গ্রাম্য ডাক্তার নিহত প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২ | আপডেট: ৮:৪৯:অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২ আশাশুনি-সাতক্ষীরা সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় এক গ্রাম ডাক্তার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪.৩০ টার দিকে সড়কের দক্ষিণ চাপড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত গ্রাম ডাক্তার আশুতোশ রায় (৫৫) আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের জীবন সানার ছেলে। তিনি বর্তমানে আশাশুনি সদর গ্রামে বসবাস করছেন। আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, আশুতোশ রায় উপজেলার বুধহাটার দিক থেকে নিজের মোটর সাইকেল চালিয়ে আশাশুনি আসছিলেন। বিকাল ৪.৩০ টার দিকে সড়কের চিলেডাঙ্গা মোড় পার হয়ে দঃ চাপড়া গ্রামে ঢোকার মুখে অজ্ঞাত কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বৈদ্যুতিক জোড়া খুঁটির সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় নিহতের মাথার হেলমেট ও মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেছে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। এসজি/ডেক্স সংবাদটি ৩৯০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১