আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৩ | আপডেট: ২:০৬:পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৩ সাতক্ষীরার আশাশুনিতে বাথরুমের সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকালে কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, মহিষডাঙ্গা গ্রামের নিমাই সরকারের পুত্র রাজমিস্ত্রীর সহকারী মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের পুত্র আশুতোষ বিশ্বাস (৪৫)। স্থানীয়রা জানান, মিলন সরকার মহিষাডাঙ্গা গ্রামের আশুতোষ বিশ্বাসের ভাই নিমাই বিশ্বাসের বাড়িতে প্রায় ১০ দিন আগে একটি সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাইয়ের কাজ করেন। আজ বুধবার বিকালে মিলন সরকার মুখ বন্ধ থাকা ওই সেফটি ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢালাই এর বাস খুঁটি খুলছিলেন। এমন সময় তার চেঁচামেচিতে আশুতোষ বিশ্বাস ছুটে আসেন। তিনি তাকে উদ্ধার করতে সেফটি ট্যাংকের ভেতরে নামেন। সেখানে ঢুকার পর তিনিও চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের দুই জনকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান, সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাইয়ের পর দীর্ঘদিন ওই ট্যাংকির মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে না পারার কারনে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারনা করেছেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৪৫৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১