আশাশুনিতে পুলিশের অভিযানে ২৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যবসায়ী আটক প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০ | আপডেট: ৭:২৯:অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০ আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যবসায়ীকে আটক আটক করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এসআই হাসানুজ্জামাান (হাসান), এএসআই দেবাশীষ সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় ২৫ কেজি হরিণের মাংসসহ দেবহাটা উপজেলার পারুলিয়া আদর্শ গ্রামের মোঃ আমির আলী গাজীর ছেলে খাইরুল ইসলাম ও আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের মৃত সোহের আলী গাজীর ছেলে ইউসুফ আলী গাজীকে ৫টি প্লাস্টিকের প্যাকেট ২৫ কেজি হরিণের মাংসসহ গোপন সংবাদের ভিত্তিতে সোভনালী ইউনিয়নের কৈখালী গ্রামের তিন রাস্তার মোড়ে পানির ট্যাংকের পাস থেকে হাতেনাতে আটক করেন। এসংক্রান্ত থানায় ১১(১০)২০২০ মামলা রুজু করে শনিবার দুপুরে আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদটি ৩৮৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১