আমার মৃত্যুর পরে যেনো ওদের বিচার হয় !

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০ | আপডেট: ১২:২৫:পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
সুইসাইড নোট লিখে গৃহবধুর আত্মহত্যা
“আমার মৃত্যুর জন্য এক মাত্র দায়ী আমার শশুর শাশুড়ি। দুই জানোয়ার আমাকে বাঁচতে দিলনা।  আমার মৃত্যুর পরে যেনো ওদের বিচার হয়। আমার মত যেনো আর কোন মেয়েকে মরতে না হয়। আমার মেয়েটা যেনো আমার মায়ের কাছে মানুষ হয়। আমার স্বামীকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি বেচে থাকলে আমার জানোয়ার শশুর শাশুড়ি আমাদের শান্তিতে থাকতে দেবে না। তাই আমাকে নিরূপায় হয়ে এই পথ বেচে নিতে হলো। আমার মৃত্যুর জন্য আমার শশুর আর শাশুড়ি দায়ী। ”
 
এমনই সুইসাইট নোট লিখে আত্মহননের পথ বেছে নিল সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের এক  গৃহবধু  মৌসুমি সাহা(৩২)। নিহত সে থানার বলরামপুর
গ্রামের উৎপল সাহার স্ত্রী।
উৎপল সাহা ও তার স্ত্রী মৌসুমী সাহা
 
ঘটনার বিবরনে জানা যায়, দীর্ঘদিন যাবত শ্বশুর ও শ্বাশুড়ির নির্যাতন সইতে না পেরে সুইসাইট নোট লিখে  আত্মহত্যার পথ বেছে নেয় মৌসুম সাহা। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন। এই ঘটনায় শ্বশুর দীনবন্ধু সাহা ও শ্বাশুড়ি স্বপ্না রানী সাহাকে  আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে   মঙ্গলবার(২৫আগষ্ট) দুপুর সাড়ে তিনটার দিকে পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ রোড়ের সাহাবাড়িতে।
 

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স