৩০ বছরের সাজা প্রাপ্ত পাইকগাছা গড়ইখালীর নজরুল আটক প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০ | আপডেট: ১০:২১:অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০ পাইকগাছা থানা পুলিশ কর্তৃক আটক নজরুল ইসলাম সরদার (৪২)। পাইকগাছা থানা পুলিশ নজরুল ইসলাম সরদার (৪২) নামে এক জনকে আটক করেছে। আটক নজরুল উপজেলার গড়ইখালী গ্রামের কেয়াম উদ্দীন সরদারের ছেলে। ওসি এজাজ শফী জানান, বুধবার গভীর রাতে গড়ইখালীর শান্তা খুদখালী এলাকায় নজরুল সন্দেহ জনক ঘোরাফেরা করছিল। এ সময় বাইন বাড়িয়া ক্যাম্প পুলিশ তার গতিবিধি সন্দেহ জনক হলে তাকে আটক করে। অস্ত্র মামলায় তার ৩০ বছরের সাজা হয়। ৫ বছর সাজা ভোগ করার পর আদালত থেকে জামিনে মুক্ত হয়। এছাড়া সে সুন্দরবনের হরিণ ও বাঘ শিকার করে চামড়া বিক্রি করে আসছে বলে অনুসন্ধান করে জানাগেছে। বৃহস্পতিবার সকালে আটক নজরুলকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন। সংবাদটি পড়া হয়েছে ১৯৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা