সড়ক ডাকাতি প্রতিরোধে করাতকলে প্রশাসনের অভিযান, ২ করাতকল মালিককে জরিমানা প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০ | আপডেট: ৯:০৯:অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০ পাইকগাছায় সড়ক ডাকাতি প্রতিরোধে এলাকার বিভিন্ন করাতকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পাইকগাছায় এবার গাছের গুড়ি ফেলে সড়ক ডাকাতি প্রতিরোধে সোচ্ছার হয়েছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। দুস্কৃতিকারীরা সহজে যাতে গাছের গুড়ি সংগ্রহ করে ডাকাতি করতে না পারে এ জন্য সড়কের পাশে করাতকল গুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও থানার ওসি এজাজ শফী। প্রশাসন ও থানা পুলিশের এ দুই কর্মকর্তা সোমবার বিকালে বিভিন্ন করাতকলে অভিযান পরিচালনা করেন। এ সময় যত্রতত্র গাছের গুড়ি ফেলে রাখায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গদাইপুর ও নতুন বাজার সংলগ্ন দুটি করাতকলকে ১২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর দিনগত রাত ২টার দিকে উপজেলার গদাইপুর সংলগ্ন কার্ত্তিকের মোড় ও গেদুর দোকানের মাঝ বরাবর সড়কে গাছের গুড়ি ফেলে ঢাকা থেকে ছেড়ে আসা কিং ফিসার পরিবহনে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা