সাতক্ষীরায় বাইপাস সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ | আপডেট: ১:৫৫:অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় শহরের বাইপাস সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা বাইপাস সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লা, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকে সাতক্ষীরাবাসির দীর্ঘ প্রতিক্ষিত বাইপাস সড়কটি সাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ ১৮৩ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে বিনেরপোতা বিসিক মোড় পর্যন্ত ১২ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মান কাজ বাস্তবায়ন করেন। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা বাইপাস সড়কসাতক্ষীরায় বাইপাস সড়ক উদ্বোধন সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সব ধরনের ঋণে দুই মাসের সুদ স্থগিত করোনা: তালা জনতা ব্যাংক শাখার কার্যক্রম অব্যাহত