সাতক্ষীরার আশাশুনির বেতনা নদীর চর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ | আপডেট: ৯:০৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ সাতক্ষীরার আশাশুনির বেতনা নদীর চর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বার) বিকালে উপজেলার উত্তর চাপড়া এলাকার গাবতলা খেয়াঘাট নামক স্থানের বেতনা নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৬৫ বছর। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, আশাশুনি উপজেলার উত্তর চাপড়া এলাকার গাবতলা খেয়াঘাট নামক স্থানে বেতনা নদীর চরে বিকালে তার লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। ওসি গোলাম কবির আরও জানান, নিহতের শরীরে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, তার লাশ উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেয়া হওচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান। এসজি/ডেক্স লাশ উদ্ধার সংবাদটি পড়া হয়েছে ৫২৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত