মুক্তিযোদ্ধা আনোয়ারের রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ | আপডেট: ৯:২২:অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
মুক্তিযোদ্ধা আনোয়ার আলী সানা। ফাইল ছবি

পাইকগাছার সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা আনোয়ার আলী সানার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এলাকার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মরহুমের ছেলে আহাদ সানা ও মেয়ে রুমানা খাতুন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আনোয়ার (৬৭) উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত বাবর আলী সানার ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

বার্ধক্যজনিত কারণে গত ৯ অক্টোবর তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওই দিন দুপুরে আদালত চত্বরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা