মাগুরাঘোনা ইউনিয়নে ওয়ার্ড উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯ চুকনগর(খুলনা) সংবাদদাতা: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মাগুরাঘোনা ইউনিয়নে ওয়ার্ড উন্নয়নমূলক ও ইউনিয়ন পর্যায়ে গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় ঘোষড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬নং মাগুরাঘোনা ইউনিয়নের ৮নং ঘোষড়া ওয়ার্ডে উন্নয়নমূলক সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ মাহাবুবুর রহমান গাজী। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা,জবাবদিহিতা আনায়ন এবং জন অংশ গ্রহণ মূলক পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইএএলজি প্রজেক্টের ডি এফ মোঃ ইকবল হাসান। ইউপি সচিব মোঃ আবু হানিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন। বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার, মজ্ঞুয়ারা বেগম, ফাতেমা বেগম, ইউপি সদস্য মুনছুর আলী শেখ, তমেজ উদ্দীন মোড়ল, লুৎফার রহমান গাজী, আলমগীর শেখ, রফিক মোড়ল, শাহাবুদ্দিন মোড়ল, কামাল শেখ, সামছুর রহমান শেখ প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর/৮:৪৮ পিএম উন্নয়নমূলক সংস্থা সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু