ভারতের পশ্চিমবঙ্গে তান্ডব চালাচ্ছে আম্ফান প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ২০, ২০২০ | আপডেট: ৫:৩৫:অপরাহ্ণ, মে ২০, ২০২০ অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। আজ বুধবার বেলা আড়াইটার পর উপকূলে আছড়ে পড়ে ‘আম্ফান’। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় তাণ্ডব চালাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়টি। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ঝড় পশ্চিমবঙ্গের দীঘার কাছাকাছি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করা শুরু করে। বিশাল ব্যসের এ ঝড় পুরোপুরি স্থলভাগে উঠে আসতে ঘণ্টা চারেক সময় লাগতে পারে। ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আম্ফান আঘাত হানার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটারের মধ্যে। সে সময় এর অবস্থান ছিল ভারতের সাগরদ্বীপ থেকে ৩৫ কিলোমিটার, দীঘা থেকে ৬৫ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২৫ কিলোমিটার দূরে। ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় আমফান সংবাদটি পড়া হয়েছে ৫১৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন লঘুচাপ নিম্মচাপে পরিনত, মোংলা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দুরত্বে অবস্থান বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আবহাওয়া বিরুপ, নদী বন্দরকে ৩ নম্বর হুশিয়ারী