বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শোক-শ্রদ্ধা প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ | আপডেট: ৯:৫৯:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে শোক-শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের জনসাধারন।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট জেলা কমান্ড, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট জেলা আওয়ামীলীগের নেতা এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, সরদার ফকরুল আলম সাহেব, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দীনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গার্ড অব অনার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এবং সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সংবাদটি ৩২৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে