প্রাক্তন অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ | আপডেট: ১২:৪৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ পাইকগাছা সরকারি কলেজ মাঠে প্রাক্তন অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের প্রথম জানাযা। ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগনেতা আলহাজ্ব লুৎফর রহমান (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। প্রাক্তন এ অধ্যক্ষ সোমবার রাত পৌনে ১১টার সময় পাইকগাছা পৌর সদরস্থ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার সকাল ১১ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩ টায় কয়রার উত্তরচক কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে মহারাজপুর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। পাইকগাছার জানাযা’য় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, এ্যাড: জিএ সবুর, আবু সাঈদ, মোস্তফা কামাল জাহাঙ্গীর, মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, এ্যাড: শফিকুল ইসলাম কচি, জিএম ইকরামুল ইসলাম, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, ছেলে প্রভাষক মাসুদুর রহমান মন্টু, মাওলানা হাফেজ জালাল উদ্দীন, আব্দুল কাদির, আব্দুল হান্নান ওমর, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, শেখ জিয়াদুল ইসলাম জিয়া ও হাসান রুমি। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। জানাযা পরিচালনা করেন, মাও: ইব্রাহীম খলিল বরকতি। সংবাদটি পড়া হয়েছে ৩৫১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা