পাইকগাছা সরকারি কলেজ শিক্ষক পরিষদ গঠন প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা): পাইকগাছা সরকারি কলেজের শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক জরুরী সভা শেষে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল। পদাধিকার বলে উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল সভাপতি ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্যকে সম্পাদক এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জিএম আব্দুর রাজ্জাককে কোষাধ্যক্ষ করে গঠিত নতুন এই কমিটির আগামী বছরের নভেম্বর পর্যন্ত মেয়াদ থাকবে। তাছাড়া জরুরী ওই সভায় শিক্ষক পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার সকালে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডলের সভাপতিত্বে নব গঠিত শিক্ষক পরিষদের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সহকারি অধ্যাপক শেখ মুহাঃ রফিকুল ইসলাম, নাথ বিষ্ণুপদ, এফএম ইলিয়াস হোসেন, জাআম আব্দুল হাকিম, আমান উল্যা গাজী, সত্যপ্রিয় মিস্ত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা শিক্ষক পরিষদ গঠন সংবাদটি পড়া হয়েছে ১৫২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা