লিপিকা ঢালী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন। গত ২৪ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের সাধারণ সভা শেষে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভাইস চেয়ারম্যান দু’জনই প্রতিদ্বন্দ্বীতা করায় পরিষদের সদস্য ইউপি চেয়ারম্যান ও হস্তান্তরিত দপ্তরের কর্মকর্তাদের বেশিরভাগ সমর্থনে মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন। এ সময় উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা