পাইকগাছায় ৬ষ্ঠ বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ | আপডেট: ১১:১৫:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ পাইকগাছায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী। পাইকগাছায় ৬ষ্ঠ বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার রাড়ুলী আল-হেরা ইবতেদায়ী হিফজ মাদরাসা ও এতিমখানা বুধবার দিনব্যাপি এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শেখ মতলুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার। বিশেষ অতিথি ছিলেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আলহাজ্ব আব্দুল গণি সরদার, ইব্রাহীম শেখ। হাবিবুর রহমান গাজী ও আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাস্টার আব্দুস সামাদ গাজী, ডাঃ আলহাজ্ব শামছুর রহমান, ময়েজ উদ্দীন গাজী, হাফেজ মাওঃ গোলাম উল্লাহ, হাফেজ গাজী আব্দুল্লাহ, শহিদুল ইসলাম, ক্বারী হাবিবুর রহমান ও ক্বারি কামাল হোসেন। প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপ কোরআন প্রতিযোগিতায় দরগাহপুর বাগদাদিয়া মাদরাসা প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদটি পড়া হয়েছে ২০০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা