পাইকগাছায় ২২ কোটি টাকার কষ্টিপাথর সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
খুলনা র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছায় প্রায় ২২ কোটি টাকার কষ্টিপাথর সহ ২জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে কষ্টিপাথর সহ ২জনকে থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মালথ গ্রাম থেকে র্যাবের এসএসপি তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে স্থানীয় মৃত নওশের আলী মোড়লের ছেলে জামাল মোড়ল (৫০)-এর বসত ঘর থেকে প্রায় ২২ কেজি ওজনের এ কষ্টিপাথর উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মতে একই এলাকার মৃত কাছের আলীর ছেলে মিজানুর রহমান (৪৭) কে আটক করা হয়। র্যাব-৬ এর এসআই দেবাশীষ নন্দী জানান, ক্রেতা সেজে এ কষ্টিপাথর উদ্ধার সহ ২জনকে আটক করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি মোঃ সৈয়দুজ্জামান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা(নং- ২৩, তাং- ১৮/১২/২০১৯ইং) করেছেন ।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা