পাইকগাছায় স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগে আটক-১

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ১১:৩৮:পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
পাইকগাছায় ধর্সনের অভিযোগে আটক বাবু সরদার।

পাইকগাছায় স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে বাবু সরদার নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার চাঁদখালীর কাটা বুনিয়ার মৃত হাবিবুর সরদারের ছেলে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

ভিকট্রিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। থানায় দায়ের করা মামলায় বলা হয়, উপজেলার কাটাবুনিয়া গ্রামের মজিদ সরদারের স্বামী পরিত্যক্তা মেয়ে শুক্রবার বিকেলে তার পিতার মৎস্য লীজ ঘের চাঁদখালীতে যায়। সেখান থেকে ঘেরের কাজ সেরে রাতের খাওয়া শেষ করে কাটাবুনিয়া নিজ পিত্রালয়ে ফিরছিল। পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির অদূরে জনৈক ইসমাইলের মৎস্য ঘেরের পাশে কেয়ারের রাস্তার উপর পৌছালে একই এলাকার মৃত হাবিবুর রহমান সরদারের ছেলে মোঃ বাবুল সরদার ওরফে বাবু তাকে একা পেয়ে ঝাপটে ধরে। এরপর গামছা দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে পার্শ্ববর্তী ঘেরে ফেলে রেখে চলে যায়।

এসময় ধর্ষিতার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। শনিবার সকালে ধর্ষিতার পরিবার বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ২১ নভেম্বর ভিকট্রিম বাদী হয়ে বাবুল সরদারকে আসামী করে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার দাখিল করেছে। যার নং- ২০।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকট্রিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন ও আসামী বাবুল সরদারকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা