পাইকগাছায় সিআইজি গ্রুপ সংগঠনের মাঝে পরিবেশ বান্ধব জাল ও উপকরণ বিতরণ প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ১২:২৬:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-ওও প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় বিভিন্ন সিআইজি গ্রুপ সংগঠনকে পরিবেশ বান্ধব জাল সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। অনুষ্ঠানে উপজেলার ২০টি সিআইজি গ্রুপ সংগঠনকে পরিবেশ বান্ধব জাল ও উপকরণ বিতরণ করা হয়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি পড়া হয়েছে ২০৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা