পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ১২:৪৪:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
পাইকগাছায় মাস্ক ব্যবহারের ওপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড মুহাম্মদ আরাফাতুল আলম।

পাইকগাছায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এ সব অভিযানে মাস্ক ব্যবহার না করার অভিযোগে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি অর্থদন্ড প্রদান করা হচ্ছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে পৌর সদর সহ জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এ সময় মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করেন এবং জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার, আনসার ও ভিডিপি দলনেতা লিটন গাজী। এ কাজে সহযোগিতা করে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা