পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ১২:৪৪:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ পাইকগাছায় মাস্ক ব্যবহারের ওপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড মুহাম্মদ আরাফাতুল আলম। পাইকগাছায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এ সব অভিযানে মাস্ক ব্যবহার না করার অভিযোগে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি অর্থদন্ড প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে পৌর সদর সহ জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এ সময় মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করেন এবং জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার, আনসার ও ভিডিপি দলনেতা লিটন গাজী। এ কাজে সহযোগিতা করে থানা পুলিশ। সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা