পাইকগাছায় মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ পাইকগাছায় সমবায় সমিতির মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. মোঃ আলফাজ হোসেন। পাইকগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় এর আওতায় দিনব্যাপী সমবায় সমিতির মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে যৌথ সভা ও ই-প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. মোঃ আলফাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপ-প্রকল্প পরিচালক মোঃ মোক্তার হোসেন, বিআরডিবি খুলনার উপ-পরিচালক একেএম আশরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন। আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউসিসি চেয়ারম্যান আব্দুল খালেক গাজী, গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি খান মোহাম্মদ মুছা, শেফালী রানী রায়, সিরাজুল ইসলাম ও আমুদিনী মিস্ত্রী। সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা