পাইকগাছায় মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ: ধর্ষক আটক

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২১ | আপডেট: ১২:৪০:পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২১
পাইকগাছা থানায় আটক ধর্ষক মিজানুর।

খুলনার পাইকগাছায় চাকুরিজীবি ছেলের সাথে বিয়ে দেয়ার নাম করে বাড়ীতে ডেকে এনে মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনার অভিযোগে ধর্ষককে পুলিশ আটক করেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা যায়, গত ৩ মার্চ উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত রহিম বক্সর ছেলে মিজানুর রহমান সোনাতনকাটি গ্রামের শেখ ফরিদ উদ্দীনের স্কুল পড়ুয়া নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে পার্শ্ববর্তী থানা কয়রার অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরের দিন সকাল ৭টায় কপিলমুনি ধান্য চত্বরে ছেড়ে দিয়ে চলে যায়। পরে সংবাদ পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। ভিকট্রিমের কাছ থেকে বিস্তারিত জানার পর তার মা মেরিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করে।

পুলিশ তাকে সোমবার রাতে সোনাতন কাটি বাজার থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। বাদী মেরিনা বেগম জানান,তার মেয়েকে কয়রায় বাড়ী চাকুরিজীবি একটা ছেলের সাথে বিয়ে দেবে বলে ধর্ষক তার বাড়ীতে তাকে সহ মেয়েকে ডেকে আনে।

এসময় তাকে কোমলীয় পানি খেতে দিলে সে অজ্ঞান হয়ে গেলে তার মেয়েকে জোরপুর্বক ধর্ষণ করে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। একদিন পর ৪ মার্চ সকালে তাকে কপিলমুনি ধান্য চত্বরে বেহাল অবস্থায় পাই। ওসি এজাজ শফী জানান,ধর্ষণ মামলায় ধর্ষককে উপযুক্ত শাস্তির জন্য সবটুকু আইনগত ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা