পাইকগাছায় ভেজাল সার বিক্রির অপরাধে জরিমানা প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১ | আপডেট: ৮:১০:অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১ পাইকগাছা পৌর বাজারের বিভিন্ন সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম। ভেজাল সার বিক্রির অপরাধে পাইকগাছা পৌর বাজারের এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম পৌর বাজারের বিভিন্ন সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ভেজাল সার বিক্রির অভিযোগে তনুশ্রী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক। সংবাদটি পড়া হয়েছে ২৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা