পাইকগাছায় বৃদ্ধার নির্মাণাধীন পাকা ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ | আপডেট: ১১:২৯:অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় ৫০ বছরের দখলীয় স্বামীর সম্পত্তিতে নির্মাণাধীন পাকা ঘর ভেঙ্গে দেয়া ও ছাউনি আগুনে পুড়িয়ে দেয়ায় পাইকগাছা থানায় মুসলিমা নামে এক বৃদ্ধা মামলা করেছে। থানায় মামলা ও আসামী গ্রেপ্তার হওয়ায় বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দেয়ায় বৃদ্ধা মুসলিমা গতকাল বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলার তোকিয়া গ্রামের বৃদ্ধা মুসলিমা বেগম স্বামীর সম্পত্তিতে নির্মাণাধীন পাকা ঘর প্রতিপক্ষ নুর ইসলাম ঢালী, লুৎফর ঢালীরা ঘর ভেঙ্গে দেয়ার পাশাপাশি ঘরের ছাউনী আগুনে পুড়িয়ে দিয়েছে। এ সময় বাঁধা দিতে যাওয়ায় বৃদ্ধা মুসলিমার ছেলে আশিকুর রহমানকে লাঠি শোটা দিয়ে পিটিয়ে ডান হাতের কবজি ভেঙ্গে দিয়েছে। সে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনাটি ঘটে গত ১৩ নভেম্বর সকালে। এ ঘটনায় তোকিয়া গ্রামের আনার আলী ঢালীর স্ত্রী মুসলিমা বেগম বাদী হয়ে পাইকগাছা থানায় ৫জনের নামে মামলা করেছে। থানায় মামলা ও নুর ইসলাম গ্রেপ্তার হওয়ায় বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকি-ধামকি দেয়ায় পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ লুৎফর ঢালী জানায়, আমাদের শরীক সম্পত্তিতে ঘর নির্মাণ করায় ভাংচুর করা হয়েছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক