পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ | আপডেট: ১০:৩১:অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ পাইকগাছায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে নবলোক ও ওয়াটার এইড এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকতা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে “পানির মূল্যায়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আলতাপ হোসেন মুকুল, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, সিসিটি অরুন ঢালী, নবলোকের ব্যবস্থাপক মাসুম বিল্লাহ, পানিই জীবন প্রকল্পের ব্যবস্থাপক আবু সায়েম হোসেন ও ডিএসকে এর ব্যবস্থাপক ধনেশ চন্দ্র শীল। সংবাদটি পড়া হয়েছে ২৯০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা