পাইকগাছায় বিনামূল্যে বিশেষ চক্ষু ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ | আপডেট: ১:২৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ পাইকগাছায় আরআরএফ-এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ-এর অর্থায়নে বিনামূল্যে বিশেষ চক্ষু ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নতুন বাজারস্থ আরআরএফ-এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক জুবায়ের রিয়েল ও ডাঃ আসিফ হাসান ৩শ’১৫জনকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। এর মধ্যে ৪৬জনকে ছানি অপারেশন সহ চশমা প্রদান করা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শাখা ব্যবস্থাপক শেখ আরিফুর রহমান, স্বাস্থ্যকর্মী নাজিরুন আক্তার ও নাজরিন নাহার। পাইকগাছায় গ্রাম ডাক্তারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত পাইকগাছায় অপসোনিন ফার্মা লিঃ এর সৌজন্যে গ্রাম ডাক্তারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ষোলাআনা ব্যবসায়ী সমবায়ী সমিতি লিঃ এর কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। পাইকগাছা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডাক্তার আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন অপসোনিন কোম্পানির খুলনার এরিয়া ম্যানেজার আবু হাসনাত শাহিউদ্দৌজা। উপস্থিত ছিলেন, সিনিয়র এমপিও সায়েম সিদ্দিকী, এমপিও মোঃ শহিদুল ইসলাম, ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আবুল কালাম আজাদ, ভি ডি বিকাশেন্দু, ডাঃ শামিম, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ খাদিজা খাতুন, জিয়াউল হক, নুরুল ইসলাম, খোকন, মুন্না, পীযুষ কান্তি, রবিউল ইসলাম, মাহামুদ আলী প্রমুখ। সংবাদটি ৩১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি