পাইকগাছায় পদক্ষেপ সাংস্কৃতিক অঙ্গনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ | আপডেট: ১১:২০:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
পাইকগাছায় পদক্ষেপ সাংষ্কৃতিক অঙ্গনের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

পাইকগাছা শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পদক্ষেপ সাংস্কৃতিক অঙ্গন সংগঠন এ অনুষ্ঠানে আয়োজন করে। সংগঠনের আহবায়ক আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

প্রধান বক্তা ছিলেন, সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব প্রভাষক আব্দুল ওহাব বাবলু। সাংবাদিক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, হিসাব রক্ষণ কর্মকর্তা উদয় শংকর রায়, প্রভাষক ময়নুল ইসলাম, মোমিন উদ্দীন, লুৎফা ইসলাম, নাজমিন নাহার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম ও গোলজার রহমান।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা