পাইকগাছায় তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪জন রক্তাক্ত জখম প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯ | আপডেট: ৯:৪৯:অপরাহ্ণ, মে ১৬, ২০১৯ পাইকগাছা(খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪জন রক্তাক্ত জখম। বৃহস্পতিবার বেলা ১১টায় পুরাইকাটি গ্রামের বিধবা গোলজান বিবি (৬৫) রান্না ঘর মেরামত করাকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ইসরাফিল, আনজুয়ারা ও রোকেয়া বেগম, বিধবা গোলজানের জামাতা আতিয়ার রহমানকে মারপিট করতে থাকলে বাড়ির লোকজন ঠেকাতে আসে। এ সময় তারা লাঠি ও শাবল দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে জরিনা (৫০), পুত্রবধু শিরিনা (২২) ও ছেলে ইবাদুল শেখকে গুরুতর রক্তাক্ত জখম করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা পাইকগাছায় তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪জন রক্তাক্ত জখম সংবাদটি পড়া হয়েছে ২১৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা