পাইকগাছায় ট্রলি চাঁপায় স্কুল ছাত্র নিহত প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ | আপডেট: ৯:৪৮:অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় ইঞ্জিন চালিত ট্রলি চাপায় মেহরাব (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে। নিহত স্কুল ছাত্র মেহরাব উপজেলার মৌখালী গ্রামের মুজিবর রহমানের ছেলে। থানা ওসি এমদাদুল হক শেখ জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে মেহরাব পাইকগাছা-কয়রা প্রধান সড়ক দিয়ে বাই সাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় একটি ইঞ্জিন চালিত ট্রলি সাইকেল সহ তাকে চাঁপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মেহরাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে বলে ওসি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলি চালক পলাতক ছিল। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি পড়া হয়েছে ১৬১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা