পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ | আপডেট: ১০:৩৬:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে এলাকার দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্র্যাক পাইকগাছা অফিসে ব্র্যাকের চক্ষু সেবা কর্মসূচি- ভিশন বাংলাদেশ এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। ন্যাশনাল আই কেয়ার এর তত্ত্বাবধানে ক্যাম্পটি বাস্তবায়ন করে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশি চন্দ্র গোলদার, সহকারি সার্জন ডঃ আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, ব্র্যাকের আরএম মনির হোসেন মোল্লা, প্রোগ্রাম সহকারি মাহবুবর রহমান। পরে ইউএনও ইপিআই টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা