পাইকগাছায় কলা কেনাকে কেন্দ্র করে বৃদ্ধ সবজি ব্যবসায়ীকে বেদম মারপিট প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২১ | আপডেট: ১১:০৫:অপরাহ্ণ, মে ১৮, ২০২১ পাইকগাছার সবজি ব্যবসায়ী বৃদ্ধ আব্দুল গোলদার(৭৫)। পাইকগাছায় কলা কেনাকে কেন্দ্র করে আব্দুল কুদ্দুস নামে এক যুবক ৭৫ বছর বয়সের এক সবজি ব্যবসায়ী বৃদ্ধ আব্দুল গোলদারকে বেদম মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। আহত বৃদ্ধকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্যাম্প পুলিশের নিকট অভিযোগ করা হলেও পুলিশ এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন ব্যবস্থা নিতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন বৃদ্ধ সহ এলাকাবাসী। প্রাপ্ত অভিযাগে জানাগেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা গ্রামের মৃত সুরমান গোলদারের ছেলে আব্দুল গোলদার (৭৫) বৃদ্ধ বয়সে সবজি ব্যবসা করে কোন রকমে জীবিকা নির্বাহ করে আসছিল। বৃদ্ধ আব্দুল মানুষের বাড়ীতে বাড়ীতে এবং ক্ষেত খামারে গিয়ে সবজি কিনে তা বাঁকা বাজারে বিক্রি করে থাকে। একই এলাকার ইজ্জত আলী তাদের একটি কলার কান্দি কেটে এনে বিক্রির জন্য বাড়ীতে রাখে। গত ৩ মে সকাল ৮টার দিকে আব্দুল ইজ্জত আলীর বাড়ীতে গেলে তার বৌমা কলার কান্দিটি আব্দুলকে দিয়ে বলে এটি নিজেদের রাইচ মিল থেকে শ্বশুর ইজ্জত আলীর নিকট থেকে ওজন করে নিতে বলে। সে অনুযায়ী আব্দুল কলার কান্দিটি ইজ্জত আলীর মাধ্যমে ওজন করে বাজারে বিক্রি করে নিয়ে যায়। এদিকে কলার কান্দিটি ইজ্জত আলীর ছেলে কুদ্দুস অন্যলোকের কাছে বিক্রি করার পরিকল্পনা নেয়। সে অনুযায়ী কুদ্দুস বাজারে গিয়ে কেন কলার কান্দি নিয়ে এসেছে এমন অভিযোগে বৃদ্ধ আব্দুলকে বেদম মারপিট করলে আব্দুল গুরুতর আহত হয়। এ সময় লোকজন বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ৫ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ মে থেকে ৮ মে পর্যন্ত চিকিৎসাধীন ছিল বৃদ্ধ আব্দুল। এ ঘটনায় থানার ওসিকে অবহিত করার মাধ্যমে রাড়ুলী ক্যাম্প পুলিশের নিকট অভিযোগ দায়ের করলেও ক্যাম্প পুলিশ এখনো পর্যন্ত কার্যকরী কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন বৃদ্ধ আব্দুল ও তার পরিবার। এ ব্যাপারে যুবক কুদ্দুসের চাচা ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, হঠাৎ করে এমন একটি কান্ড ঘটানো হয়েছে যা কখনো কাম্য নয়। তবে বিষয়টি ক্যাম্প পুলিশের মাধ্যমে নিরসন করা হবে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন। সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা