পাইকগাছায় ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১ | আপডেট: ৭:২৯:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১ পাইকগাছার বিভিন্ন নদ-নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে শিবসা সহ বিভিন্ন নদীতে উপজেলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল সরকার, নিলাদ্রী শেখর সরকার ও সঞ্জয় কুমার মন্ডল। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রয়ের অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংবাদটি ৩৪২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি