পাইকগাছায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ | আপডেট: ১১:৪২:অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা খুলনা): পাইকগাছায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খান মোঃ আলমগীর। শিক্ষক মহাসিন আজমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর্জা মিজানুর রহমান, আছাদুজ্জামান, দেবাশীষ দাশ, ঝংকর ঢালী। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, আশুতোষ কুমার মন্ডল, নূরুজ্জামান, রবীন্দ্রনাথ, সেলিনা খাতুন, বিএম আক্তার হোসেন ও ছন্দা ঘোষ। দিনব্যাপী প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান গাজী মোহম্মদ আলী ও ইউএনও জুলিয়া সুকায়না সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ তল বিশিষ্ট নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি পড়া হয়েছে ১২৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা