পাইকগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১
মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

পাইকগাছার কপিলমুনি বাজার সংলগ্ন কপোতাক্ষ পাড়ের সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা ও এক জনকে সাময়িক আটক করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা গেছে, এলাকার কয়েকজন ব্যক্তি কপিলমুনি বাজার সংলগ্ন কপোতাক্ষ পাড়ের সরকারি জায়গার উপর অবৈধভাবে স্থাপনা গড়ে তোলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক উক্ত স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। পরে তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষে কপিলমুনি বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা ও একজনকে সাময়িক আটক করেন।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা