পাইকগাছার ৫ নারী পেলো শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ | আপডেট: ৯:২৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
পাইকগাছার শ্রেষ্ঠ ৫ জয়িতাদের মাঝে সাংসদ আলহাজ্জ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

পাইকগাছার ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত জয়িতা অন্বেষণে বাংলাদেশ অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ বছর সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ড. রোজিনা পারভীন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সুলতানা লাবনী, সফল জননী নারী হিসেবে ভারতী রানী দত্ত ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে অলিফা খাতুন এ সম্মাননা পান।

অনুষ্ঠানে ওয়ালটন পাইকগাছার পক্ষ থেকেও অতিথিদের শুভেচ্ছা স্মারক এবং জয়িতাদের সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান করেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ওসি’র সহধর্মীনি খাদিজা পারভীন লাবনী।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, কাউন্সিলর কবিতা দাশ, আফরোজা পারভীন শিল্পী ।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা