পাইকগাছার সোলাদানায় ড্রাম সেতুর উদ্বোধন প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯ প্রতিবেদক, পাইকগাছা (খুলনা): পাইকগাছার সোলাদানা ইউনিয়নের উত্তর কাইনমুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ স্থানীয়দের যাতায়াতের জন্য মরা কুচিয়া নদীতে ভাসমান ড্রাম সেতু তৈরী করা হয়েছে। রবিবার সকালে পার বয়ারঝাপা নামক স্থানে খুলনা জেলা পরিষদের অর্থায়নে দেড় লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দেড়শ’ ফুট দৈর্ঘ্য এ সেতুর উদ্বোধন করেণ উপজেলা আ’লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আঃ মান্নান গাজী। এ সময় উপস্থিত ছিলেন, চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, প্রধান শিক্ষক পরিমল কুমার সানা, মোহাম্মদ আলী, আফজাল হোসেন, দীপক মন্ডল সহ এলাকার বিভিন্ন-শ্রেনী পেশার মানুষ। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা