পাইকগাছার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে করোনাকালীন ত্রাণ সামগ্রী বিতরণ প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ | আপডেট: ৯:৩৯:অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ পাইকগাছার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মুহাম্মদ আরাফাতুল আলম। পাইকগাছার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে করোনাকালীন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। অনুষ্ঠানে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে, মেথোডিস্ট কমিউনিটি সোস্যাল সার্ভিস পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কাটিপাড়া এর আওতাধীন ২৪৪ জন শিশুকে চাউল, ডাল, সয়াবিন তৈল, আলু, সাবান ও মাস্ক সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, আব্দুল আজিজ, সিএ উত্তম কু-ু, সংস্থার দিপঙ্কর দাস, সাধন সরকার, এডুইন সরকার ও পরিমল সরকার। সংবাদটি ২৫৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি