পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২১ | আপডেট: ১১:০৯:পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২১ পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে অর্ধগলিত বস্তাবন্দী অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সিআইডি ও পিবিআই এর উপস্থিতিতে থানা পুলিশ লাশ উদ্ধার ও ফরেনসিক আলামত উদ্ধার করে। থানার ওসি এজাজ শফী জানান, বুধবার দুপুরের দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর এলাকায় কপোতাক্ষ নদে চিংড়ী পোনা আহরণকারী কয়েকজন ব্যক্তি একটি লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই এর উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়। এ সময় সিআইডি ও পিবিআই এর ফরেনসিক এক্সপার্টরা ফরেনসিক আলামত সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করে। লাশটি ৪০/৪৫ বছর বয়সের পুরুষের। এসময় তার গলায় গামছা পেঁচানো ও পরনে একটি কালো লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল। মুখে খোঁচা খোঁচা দাাঁড়ি ও মাথার সামনে চুল ছিলনা। ২/৩ দিন আগে কে বা কারা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে ইট বাঁধা অবস্থায় বস্তাবন্দী করে নদীতে ফেলে দিতে পারে বলে ধারণা করছি। লাশটি সনাক্তের ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন। সংবাদটি ৩৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি