পাইকগাছার একাধিক মামলার আসামী হালিম শিকারী আটক

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১ | আপডেট: ৯:২২:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

পাইকগাছা একাধিক মামলার আসামী আলোচিত হালিম শিকারী (৪৪) কে আটক করেছে থানা পুলিশ। রোববার সকালে নিজ এলাকা থেকে তাকে আটক করে। আটক হালিম শিকারী উপজেলার গড়াইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের বাসিন্দা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

হালিমের বিরুদ্ধে পাইকগাছা-কয়রা ও ডুমুরিয়া সহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, বন আইন ও চাঁদবাজী সহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলা থেকে জামিনে এলাকায় এসে চাঁদাবাজী সহ নানা অপকর্মে পুনরায় জড়িয়ে পড়ায় এলাকাবাসী হালিমের বিরুদ্ধে থানায় গত বৃহস্পতিবার গণ স্বাক্ষরিত অভিযোগ দায়ের করে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে হালিম শিকারীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি এজাজ শফী।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা