ডুমুরিয়ায় হৃদয় নামের বালক এক সপ্তাহ ধরে নিখোঁজ: পরিবারের মাঝে হতাশা

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯ | আপডেট: ৬:২২:অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
খুলনার ডুমুরিয়ায় হৃদয় মন্ডল নামের এক বালক নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পহেলা নভেম্বর তারিখে বাড়ী থেকে ডুমুরিয়া বাজারে জামা-কাপড় আয়রণ করার উদ্দেশ্যে এসেছিলো সে। এরপর আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ এক সপ্তাহে সন্তানকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছে। এ ঘটনায় ৫নভেম্বর হৃদয় মন্ডলের পিতা রবু মন্ডল ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, হত দরিদ্র রবু মন্ডল গুটুদিয়া ইউনিয়নের জেলেরডাঙ্গা এলাকায় একটি মৎস্য ঘের লীজ নিয়ে সেখানে বাসা বাড়ি তৈরি করে স্ত্রী-পুত্র নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করছেন। সে পাইকগাছা উপজেলার হরিকাঠি গ্রামের মৃত মাতব্বর মন্ডলের ছেলে। রবু মন্ডলের দুই ছেলে। ছোট ছেলে হৃদয় মন্ডল(১৫) গত১ নভেম্বর তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে জামা-কাপড় আয়রণ করার জন্য ডুমুরিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। হৃদয়ের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, গঠন হালকা। তার পরনে ছিলো হলুদ রংয়ের শার্ট ও জিন্সের প্যান্ট।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক