ডুমুরিয়ার দুটি ইউনিয়নে ওয়ার্ড সভা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯ | আপডেট: ৮:২৮:অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯ চুকনগর সংবাদদাতা: ডুমুরিয়ায় ১নং ধামালিয়া ও ৯নং সাহস ইউনিয়নে ওয়ার্ড সভা বিষয়ক প্রশিক্ষক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে সাহস ইউনিয়নে ও দুপুর ২টার দিকে ধামালিয়া ইউনিয়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজনে এবং ইউরোপিয়ান ও হেলভেটাস ইন্টারকো অপরেশন জার্মানীর সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার কিশোয়ার আমীন। উপস্থিত ছিলেন হেলভেটাস ইন্টারকো অপরেশনের মনিটরিং অফিসা মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রোজেক্ট ম্যানেজার মোঃ মিজানুর রহমান, সিএনআর এস মাঠ সম্বনায়ক মোঃ সরোয়ার হোসেন প্রমুখ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। g.a.k/chuk 8:25 PM ওয়ার্ড সভাখুলনাডুমুরিয়া সংবাদটি ৩৫৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু