জার্মান ডেপুটি হাই কমিশনার ও আশাশুনি উপজেলা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ | আপডেট: ৮:৪১:অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ জার্মানের ডেপুটি হাই কমিশনার কনস্ট্রানজা ঝিরিনজার আশাশুনিতে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আগমনের এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও ডেপুটি হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার বিকালে উপজেলা চেয়ারম্যানের চাপড়াস্ত বাস ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম শ্রীউলা ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে জার্মান ডেপুটি হাই কমিশানরকে তার বাস ভবনে আমন্ত্রণ জানান। আমন্ত্রনে সাড়া দিয়ে ডেপুটি হাই কমিশনার কনস্ট্রানজা ঝিরিনজার তার বাসভবনে গমন করে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আশাশুনি উপজেলার দুর্দশাগ্রস্ত ওয়াপদা ভেড়ী বঁাধ ভেঙ্গে প্রতিবছর এলাকার মানুষের চরম ভোগান্তির কথা অবহিত করেন। ডেপুটি হাই কমিশনার এলাকার চরম দুরাবস্থা ও মানুষের দুর্গতি দেখে খুবই মর্মাহত হন। এ ব্যাপারে জার্মান সরকার অসহায় মানুষের পাশে থাকতে পারে সেজন্য তার সরকারকে প্রকৃত চিত্র তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন। পওে তিনি উপজেলা চেয়ারম্যানের ছাদে বিভিন্ন ফলজ বাগান ও ফুল বাগান ঘুরে ঘুরে দেখেন। সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত