চুকনগরে প্রতিহিংসা পরায়ন হয়ে মৎস্য ঘেরে লবণ পানি তুলে দেয়ার অভিযোগ প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ | আপডেট: ৩:৪৫:অপরাহ্ণ, জুন ১২, ২০২০ চুকনগরের গোলাবদহে প্রতিহিংসা পরায়ন হয়ে একাধিক ব্যক্তির মৎস্য ঘেরে লবণ পানি তুলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ৮/১০টি মৎস্য ঘেরের প্রায় ২০/২৫ মণ সাদা মাছ মারা গেছে। এঘটনায় অভিয্ক্তু ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার গোলাবদহ গ্রামের মৃত প্রফুল্ল সরদারের পুত্র সুফল সরদার ও একই উপজেলার মুড়াবুনিয়া গ্রামের অমুল্য তরফদারের পুত্র অসীত তরফদার গোলাবদহ বিলে পাশাপাশি মৎস্য ঘেরে মাছ চাষ করে। অসীত তরফদারের ঘেরটি উচু জমি এবং সুফল সরদারের ঘেরটি তুলনামূলকভাবে নিচু জমি হওয়ায় অসীত তরফদার শত্রুতামূলকভাবে প্রতিনিয়ত তার উচু জমিতে লবণ পানি তোলায় সেই পানি ভেড়ি চোয়ায়ে অসীত তরফদারের ঘেরে প্রবেশ করে। এতে তার ঘেরে থাকা প্রায় ১০/১২মণ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে সাবাড় হয়ে গেছে। এছাড়া জ্যোতিষ মহলদারের পুত্র আনন্দ মহলদার, জনমনজয় মন্ডলের পুত্র নারায়ন মন্ডল, নির্মল মহলদারের পুত্র দেব কুমার মহলদার, দয়াল সরদারের পুত্র বিমল সরদার, দিল্লিশ্বর মহলদারের পুত্র রবেন মহলদারের প্রায় ৮/১০ সাদা মাঝ একই কারণে মারা গেছে। এঘটনায় এভাবে লবন পানি তুলে মাছ মেরে দিয়ে ক্ষতি করার কারণ জানতে চাইলে অসীত তরফদার উল্টো তাদেরকে দেখে নেওয়ার হুমকী প্রদান করেন। এব্যাপারে সুফল সরদার বলেন, অসীত মাষ্টার শত্রুতামূলকভাবে তার উচু ঘেরে লবণ পানি তুলে আমার প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে দিয়েছে। এতে তিনি ক্ষান্ত না হয়ে উল্টো আমাদের দেখে নেওয়ার হুমকী দিয়েছেন। তাই আমাদের বেঁচে থাকতে হলে তার বিরুদ্ধে মামলা করা ছাড়া পথ নেই। অসীত তরফদার এর ০১৯১৮-৩৮০৩১৫ নম্বরে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্দ পাওয়া যায়। সংবাদটি পড়া হয়েছে ৩৩৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু