চুকনগরে গলায় গামছা দিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

চুকনগরে গলায় গামছা দিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়ির পিছনে এক চালের একটি ছোট ঘরে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের গৌরদাসের পুত্র ও কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র প্রসনজিৎ দাস ওরফে হাজরা (১৬)এর সাথে তারা মামাতো ছোট ভাই গোপাল দাসের পুত্র দেবদাসের সাথে ঝগড়া হয়। এসময় তার মামা গোপাল দাস তাকে সহ তার পরিবারকে (ঘর জামাই থাকার কারণে) বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার হুমকী দেয়া সহ অকথ্যভাষায় গালিগালাজ করে। এ ভয়ে রাগে ও ক্ষোভের বশে হাজরা সবার অগোচরে বাড়ির পিছনে এক চালের একটি ছোট ঘরে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে। এরির্পোট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।