চুকনগরে আটলিয়া ইউপির উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান বিষয়ে করণীয় শীর্ষক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯ | আপডেট: ৫:১৬:অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
২০১৯-২০২০শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদেরকে চুকনগরে আটলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান বিষয়ে করণীয় এবং সার্বিক তত্ত্বাবধান শীর্ষক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবি, শেখ শহিদুল ইসলাম, মাষ্টার আব্দুস সামাদ মোড়ল, সানরাইজ মডেল একাডেমির প্রধান শিক্ষক মোড়ল মাহাবুব আলম, ডাঃ আরশাফ হোসেন, প্রভাত ঘোষ, দূরবীনের সভাপতি মৃণাল কান্তি হালদার, সাধারণ সম্পাদক গাজী শামীম হোসেন মিঠু, অসীম বিশ্বাস, মোস্তফা সরদার, রেবেকা গাজী, রেশমা বেগম প্রমুখ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক