ঘূর্ণিঝড় আম্ফান: রাতের মধ্যেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহবান প্রধানমন্ত্রীর প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ | আপডেট: ১১:৪৫:অপরাহ্ণ, মে ১৯, ২০২০ দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুপার সাইক্লোন আম্ফানের ছোবল থেকে জীবন বাঁচাতে রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ মে) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন। ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় আমফান সংবাদটি পড়া হয়েছে ৫৯৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন লঘুচাপ নিম্মচাপে পরিনত, মোংলা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দুরত্বে অবস্থান বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আবহাওয়া বিরুপ, নদী বন্দরকে ৩ নম্বর হুশিয়ারী