করোনায় মৃত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাহ সম্পন্ন প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ | আপডেট: ৮:৩৫:অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর মাধ্যমে করোনায় মৃত মুক্তিযোদ্ধা প্রফুল্ল গোলদারের রাষ্ট্রীয় মর্যাদা(গার্ড অব অনার) প্রদান করা হয়। পাইকগাছায় এবার করোনায় মারা গেলেন প্রফুল্ল গোলদার (৮০) নামের এক মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা প্রফুল্ল উপজেলার সোলাদানা গ্রামের মৃত কেদার গোলদারের ছেলে। তিনি কোভিড পজেটিভ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান শেষে নিজ বসতবাড়ীতেই মুক্তিযোদ্ধা প্রফুল্ল’র দাহ সম্পন্ন করা হয় বলে ছেলে প্রবীর কুমার গোলদার জানান। সংবাদটি পড়া হয়েছে ১৫৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা