পাইকগাছায় ইভটিজিং বাল্য বিয়ে ও মাদক বিষয়ক মতবিনিময় সভা প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: খুলনার পাইকগাছায় গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজে ইভটিজিং, বাল্য বিয়ে ও মাদক বন্ধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণব কান্তি গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ওসি এমদাদুল হক শেখ। মতবিনিময়কালে তিনি ছাত্র-শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক উৎপল কুমার বাইন, তপন কুমার মন্ডল, খালিদ হোসেন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় কলেজে বখাটেদের উৎপাত বন্ধে কলেজ চলাকালীন সময় পর্যন্ত পুলিশ মেতায়েনের সিদ্ধান্ত গৃহিত হয়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা ইভটিজিং বাল্য বিয়ে ও মাদক বিষয়ক মতবিনিময় সভা সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা