আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আশাশুনি উপজেলা পরিষদের মাসিক (উন্নয়ন ও সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, প্রভাষক ম মোনায়েম হোসেন, দীপঙ্কর কুমার দীপ, আঃ আলিম মোল্যা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সউদ বিন খায়রুল আনাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ইঞ্জিঃ আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
সুন্দরবনটাইমস.কম/ডেক্স