আশাশুনির ভূমিহীনদের ঘর নির্মানের জায়গা নির্ধারণ করলেন ইউএনও প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ | আপডেট: ৮:২৯:অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহ নির্মাণে ঘর প্রদানের লক্ষ্যে যাদের জমি নাই, ঘর নাই ‘ক’ শ্রেণীর ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের জায়গা নির্ধারণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। মঙ্গলবার সকালে উপজেলার আনুলিয়া, খাজরা ও বড়দল ইউনিয়নের বিভিন্ন জায়গা সরোজমিনে পরিদর্শন করেন তিনি। পৃথক পৃথক স্থানে পরিদর্শনকালে পিআইও সোহাগ খান, সার্ভেয়ার অমল কান্তি ঘোষ, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম, আব্দুল গনি, রনজিত কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত